প্রতিনিধি কৈলাসহর:-এক কুখ্যাত চোরকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা।সংবাদে প্রকাশ, কৈলাসহর পুর পরিষদের অধীনে কালিপুর ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা অলক চন্দ্র দে’র চুর পুত্র সাগর দে থেকে জানা যায় যে সে বিভিন্ন নেশার সাথে জড়িত। পাশাপাশি একাধিকবার কৈলাসহর মহকুমায় সে চুরিকান্ড সংগঠিত করে এবং তাকে কৈলাশহর থানার পুলিশ আটক করেছিল। জানা যায় আজ দুপুর দুটো নাগাদ কালিপুর ১৩ নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে নগদ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়।প্রতিবেশীরা টের পেয়ে তার পিছু ধাওয়া করলে কৈলাশহর পশু হাসপাতালের সামনে সাগর কে আটক করে।এরপর চিৎকার চেঁচামেচি শুনে পথ চলতি মানুষ জড়ো হয়ে উত্তম মধ্যম দিয়ে থানায় খবর পাঠালে কৈলাশহর থানা ঘটনাস্থলে ছুটে যায়।কৈলাশহর থানার পুলিশ গিয়ে তাকে আটক করে কৈলাসহর থানায় নিয়ে আসে এবং বর্তমানে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে।
112
previous post