প্রতিনিধি, তেলিয়ামুড়া।, ব্রাউন সুগারের পর আজ আবার নেশার বিরুধ্যে অভিযান চালিয়ে সফলতা পেল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ। আজ উদ্ধার হলো মুঙ্গিয়াকামিতে বিশাল পরিমাণে গাঁজা।গোপন সংবাদের ভিত্তিতে ভেহিকেল চেকিং করে একটি কন্টেইনার গাড়ি থেকে বিশাল পরিমাণে গাঁজা উদ্ধার করলো মুঙ্গিয়াকামিতে মহকুমা পুলিশ অফিসার প্রসূনকান্তি ত্রিপুরার নেতৃত্বে পুলিশ, সিআরপিএফ এবং টি এস আর জওয়ানরা। জানা যায়, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার কাছে গোপন সংবাদ আসে একটি গাড়ি করে গাঁজা পাঁচার হবে সেই মোতাবেক শুক্রবার সকালে মুঙ্গিয়াকামি থানা এলাকায় জাতীয় সড়কের আঠারোমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামি থানার পুলিশ এবং ৭১নম্বর সিআরপিএফ বাহিনীর জওয়ানদের নিয়ে উৎপেতে বসে থাকে। এমন সময় এমন সময় আগরতলার দিক থেকে আসা MH05AM 2084 নাম্বারের কন্টেইনার গাড়িকে দার করায়। এরপর গাড়িটিতে জোর তল্লাশি চালিয়ে পুলিশ কর্মীরা উদ্ধার করে মোট ৩৫০ কেজি শুকনো গাঁজা। যার বাজারে মূল্য প্রায় ৪ লক্ষ টাকা হবে বলে জানায় মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। সঙ্গে গাড়ির চালককে আটক করা হয়।গাড়ী চালক ভূষণ রাই, বিহারের বেগুশারায় এর বাসিন্দা। এখানে প্রসংগত উল্লেখ্য দুদিন হলো হা ওয়াইবাড়ি তে গোপন সংবাদের ভিত্তিতে ৮0 কোটা ব্রাউন সুগার উদ্ধার করে। মহকুমা পুলিশ অফিসার প্রসূন কান্তি ত্রিপুরা জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
89
previous post
সাংবাদিক ধুর্জটি প্রসাদের স্মরন সভা অনুষ্ঠিত
next post