Home » সাংবাদিক ধুর্জটি প্রসাদের স্মরন সভা অনুষ্ঠিত

সাংবাদিক ধুর্জটি প্রসাদের স্মরন সভা অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি কৈলাসহর:-অবিভক্ত উত্তর জেলার প্রবীন সাংবাদিকের স্মরন সভা অনুষ্ঠিত হয় শ্রদ্ধার সাথে।সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করা হয়েছে।প্রথম কৈলাসহর প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাত আটটায় কৈলাসহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তথা দৈনিক সংবাদের বরিষ্ঠ সাংবাদিক প্রয়াত ধূর্জ্জটী প্রসাদ দেবের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কৈলাসহর প্রেসক্লাবে স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় ক্লাবের সকল সদস্য সহ ক্লাবের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।স্মরণ সভার শুরুতে বিশেষ অতিথি সহ প্রত্যেকেই প্রয়াত সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।স্মরণসভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতীশ দে,ডিসিএম পিন্টু দাস, সহ অধিকর্তা তথ্য সংস্কৃতি দপ্তর বিশ্বজিৎ দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মৃনাল কান্তি সিনহা।স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর প্রেস ক্লাবের সম্পাদক চারু কৃষ্ণ কর। স্মরণ সভায় ৫০জন দুঃস্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে শাড়ি তোলে দেওয়া হয়। স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক ধূর্জ্জটী প্রসাদ দেবের স্ত্রী রিতা রায় দেব ও একমাত্র পুত্র ধ্রপদ রাজ দেব সহ আত্মীয় পরিজনরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই প্রয়াত সাংবাদিক ধূর্জ্জটী প্রসাদ দেব যেভাবে নীতি,আদর্শ,সৎ ও সাহসিকতার সাথে সাংবাদিকতা করতেন সেই পথ অনুসরণ করে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করার অনুরোধ করেন।ধূর্জ্জটী প্রসাদ দেব যখন সাংবাদিকতা শুরু করেন ছিল না ফ্যাক্স কিংবা ইন্টারনেট ব্যবস্থা।তখন সারারাত জেগে সংবাদ লিখে পরের দিন ভোরবেলা কৈলাসহর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া টিআরটিসি বাসে করে সেই সংবাদ আগরতলা প্রেরন করতেন। যা বর্তমান যুগের সাংবাদিকদের ধারণার বাইরে।ধূর্জ্জটী প্রসাদ দেব ৩০ বছরের সাংবাদিকতার জীবনের প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত দৈনিক সংবাদের কৈলাসহরের প্রতিনিধি হয়ে কাজ করে গেছেন।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এধরনের সামাজিক কাজ করায় উপস্থিত সকলেই ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবকে।সকল বক্তারা সাংবাদিকের জীবন নিয়ে যেভাবে আলোচনা করেছেন তা থেকে অনেক নতুন তথ্য বেড়িয়ে এসেছে যা আগামী প্রজন্মকে সমৃদ্ধ করবে।

You may also like

Leave a Comment