Home » নড়সিংগড়ে ইংরেজ জমানার রাস্তাপুনর্গঠনে হাত দিল বর্তমান সরকার

নড়সিংগড়ে ইংরেজ জমানার রাস্তা
পুনর্গঠনে হাত দিল বর্তমান সরকার

by admin

প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত নড়সিং গড়ের নতুন পল্লী এলাকায় প্রায় ২.৯ কিলোমিটার রাস্তা ইংরেজ জমানার পর এই প্রথম বিজেপি সরকারের সময়ে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। যাকে ঘিরে অত্যন্ত খুশি এলাকার মানুষ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করায় স্থানীয়রা ধন্যবাদ জানায় বিধায়ক কৃষ্ণ ধন দাসকে।
ভারত স্বাধীন হওয়ার পূর্বে যে রাস্তা নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল তারপর এই রাস্তাতে কোন ধরনের মেরামত করার প্রয়োজন বোধ করেনি বিগত দিনের সরকার। এলাকার ৮৩ বছর বয়সি বাসিন্দা হীরালাল সিংহ বলেন জন্মের পর থেকেই নড়সিংগড়ের নতুন পল্লি এলাকার রাস্তাগুলো মেটেলিং অবস্থায় দেখেছিলেন। এরপর থেকে আজ পর্যন্ত রাস্তা মেরামত অথবা নতুন ভাবে নির্মাণ করার কাজে হাত দেয়নি কোন সরকার। অন্যদিকে স্থানীয় এক মহিলা বলেন বর্ষার সময় এই রাস্তায় যে পরিমাণ জল জমে থাকে তাকে ঘিরে কাপড় হাঁটুর উপর তুলে হাঁটাচলা করতে হয়। এই সমস্যাগুলো নিরসনের জন্য বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বাম এবং কংগ্রেস সরকারের কাছে স্থানীয়রা আর্জি জানিয়েছিল। কিন্তু তাতে কোন লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে এলাকার বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণধন দাস আশ্বাস দিয়েছিলেন নির্বাচনের জয়ী হলে এই রাস্তাটি পাকা করা হবে। ইতিমধ্যেই রাস্তা নির্মাণের সামগ্রী আনা হয়ে গেছে। শুরু হয়ে গেছে প্রাথমিক কাজ। যার ফলে সরকারকে ধন্যবাদ জানান স্থানীয়রা। অন্যদিকে বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাস বলেন মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করে সরকার। সেই নিরিখেই এই এলাকার মানুষের দীর্ঘদিনের এই সমস্যা নিরসন করতে রাস্তাগুলোকে নতুন ভাবে নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

You may also like

Leave a Comment