Home » শক্তি প্রদর্শন করল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা।

শক্তি প্রদর্শন করল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।১৮ই জানুয়ারি।
নির্বাচন ঘোষণার দিনেই তেলিয়ামুড়ায় নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা। যুব মোর্চার রাজ্য সভাপতি নবা দুল বনিক, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে আজ সন্ধ্যায় তেলিয়ামুড়ায় বিশাল যুব মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। । এর আগে বিকাল চারটায় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা তেলিয়ামুড়া মন্ডল যুব মোর্চার সম্মেলন সংঘটিত হয় তেলিয়ামুড়া টাউন ফল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে । যুব সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বনিক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন যুবমোর্চার সভাপতি তথা বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক টিংকু রায় , বিধায়িকা কল্যানী রায়, যুব মৌর্চার খোয়াই জেলা সভাপতি মানিক দেব নাথ তেলিয়ামুড়া মন্ডল যুব মোর্চার সভাপতি কিংকর দেবনাথ সহ অন্যান্যরা। সম্মেলন শুরুর আগে তেলিয়ামুড়া মন্ডলের বিভিন্ন এলাকা থেকে যুব মোর্চার কর্মিরা মিছিল করে টাউন হলে আসে।
এদিকে সম্মেলনে আলোচনা করতে গিয়ে নাবাদল বনীক বলেন এখনো যারা বিজেপি দলে সামিল হয়নি তাদের কে দলে যুক্ত করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে সকল অংশের মানুষকে নিয়ে সব কা সাথ সবকা বিকাশ মন্ত্র কে সাথে করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। আরও একবার রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে ।
তিনি সকলের কাছে আহ্বান রাখেন,, ১৬ তারিখ যতক্ষণ না পর্যন্ত ভোট শেষ হবে, ততক্ষণ পর্যন্ত যুব মোর্চা বাড়িতে যাবে না এবং আগামী দুই তারিখে সিপিএম-কংগ্রেসকে আবার ডাবল জিরো করে বাড়িতে পাঠিয়ে, গেরুয়া আবিরের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকারকে রাজ্যে ক্ষমতায় বসানোর আহ্বান রাখেণ তিনি সম্মেলনে উপস্থিত যুব মোর্চার কর্মীদের উদ্দেশ্যে

অন্যদিকে বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টংকু রায় তার আলোচনায় বিগত বামফ্রন্ট সরকারের তিব্র সমালোচনা করেন। আলোচনায় বর্তমান সরকারের ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকদের জন্য গৃহিত সিদ্ধান্ত গুলো তুলে ধরেন।
বিধায়িকা কল্যানী রায় উনার আলোচনায় এক দিকে যেমন বিগত সরকারের সমালোচনা করেন অন্যদিকে বিজেপি আই পি এফ টি জোট সরকার দ্বারা গৃহীত উন্নয়ন মুলক কাজের বৃত্তান্ত তুলে ধরেন।
এদিকে সম্মেলন শেষে তেলিয়ামুড়া শহরে এক মিছিল সংঘটিত হয়। উক্ত মিছিলেও উপস্থিত ছিলেন নেতৃত্ব সহ যুব মোর্চার সদস্য রা।

You may also like

Leave a Comment