প্রতিনিধি, বিশালগড়,
গোলাঘাটিতে অনুষ্ঠিত হয় জনজাতি মোর্চার সম্মেলন। মঙ্গলবার খুমুচাক কমিউনিটি হলে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, এমডিসি বিদ্যুৎ দেববর্মা, বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস, জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা, মন্ডল সভাপতি সমীর দেববর্মা, বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা প্রমূখ। সম্মেলনে গোলাঘাটি মন্ডলের এডিসি এলাকার ২৬ টি বুথ থেকে জনজাতি কার্যকর্তারা অংশ নেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস বলেন ২০১৮ সালে সিপিএমের অত্যাচারের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পঁচিশ বছর যারা জনজাতিদের উন্নয়ন করেনি তারা আজ আবার ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন পাঁচ বছরে জনজাতিদের উন্নয়নে কাজ করেছে সরকার। কৃষক শ্রমিক সকলের কল্যাণ হচ্ছে। সরকারি প্রকল্প সকলের ঘরে পৌঁছে যাচ্ছে। জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা বলেন উন্নয়ন এবং শান্তি বজায় রাখতে বিজেপির জয় সুনিশ্চিত করতে হবে। প্রতি বুথে মানুষের সঙ্গে নিয়ে নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য কার্যকর্তাদের পরামর্শ দেন তিনি।
গোলাঘাটিতে জনজাতি মোর্চার সম্মেলন
98