প্রতিনিধি, গন্ডাছড়া ১৮ নভেম্বর:- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে গন্ডাছড়াবাসীর। আর মাত্র হাতে গোনা ১৫ থেকে ২০ দিন পরেই টাওয়ার লাইনের মাধ্যমে আমবাসা থেকে গন্ডাছড়া বিদ্যুৎ পরিষেবা চালু হতে যাচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পর বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টায় মহকুমাবাসী টাওয়ার লাইনে বিদ্যুৎ পরিষেবা পেতে চলেছে। এতকাল পর্যন্ত আমবাসা থেকে গন্ডাছড়া ৫৪ কিলোমিটার বন-জঙ্গল, পাহাড় পথ ডিঙিয়ে মহকুমাবাসীদের ১১ কেবি এবং ৩৩ কেবি বিদ্যুৎ পরিষেবা দেওয়া হত। তাতে প্রায় সময় দেখা যেত অল্প বৃষ্টি হলেই বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে কোথায় সমস্যা দেখা দিয়েছে তাহা খুঁজে বের করতে বেশ কিছুটা সময় লেগে যেত। আবার কোন কোন সময় লাইন সারাই করতে একদিন, এমনকি দুইদিন সময় লেগে যায়। বর্তমানে টাওয়ার লাইনে বিদ্যুৎ পরিষেবা পেতে চলেছে শুনে খুশি গোটা মহকুমাবাসী। এই বিষয়ে উক্ত কাজের এজেন্সির প্রজেক্ট ম্যানেজার জানান শুরুতে টাওয়ার লাইনের কাজ করতে গিয়ে গাছ কাটা নিয়ে আইনি ভাবে বনদপ্তরের অনেক বাধা-বিপত্তির কারণে কিছু সমস্যা দেখা দেয়। পরবর্তীতে বনদপ্তরের সাথে আইনি জটিলতা কাটিয়ে ২০২১ সালে পুনরায় কাজ শুরু হয়। এজেন্সির প্রজেক্ট ম্যানেজার আরো জানান আগামী ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে এগোচ্ছে । ১৩২ কেবি টাওয়ারের মাধ্যমে ৩৩ কেবি পুরানো লাইনটাকে স্থানান্তরিত করা হবে। এতকাল ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ লাইনের সমস্যা দেখা দিত। টাওয়ার লাইনের ফলে এ বিষয়গুলো আর থাকবে না। টাওয়ার লাইন মানুষের জন্য ভালো কাজ করবে বলে তিনি জানান। একটা পরিসংখ্যান দিয়ে তিনি জানান আমবাসা থেকে গন্ডাছড়া পর্যন্ত ১৪৭টি টাওয়ার রয়েছে। ইতিমধ্যেই আমবাসা থেকে গঙ্গানগর পর্যন্ত টাওয়ার লাইনের কাজ শেষ করা হয়েছে। এখন গঙ্গানগর থেকে গন্ডাছড়া পর্যন্ত ৭৭টি টাওয়ার লাইনের কাজ চলছে। তিনি এও জানান তিনটি টাওয়ার বসানোর কাজ এবং ৩০টি টাওয়ারে তার টানার কাজ বাকি রয়েছে। তিনি জানান কাজ সম্পন্ন করতে গিয়ে বনদপ্তরের প্রায় ৬০০ যাতি গাছ কাটা পড়েছে। এছাড়াও অনেকের পাট্টা জমির উপর কলা গাছ এবং সুপারি গাছের ক্ষতি হয়। সরকার এই সব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দিচ্ছে। ম্যানেজার বাবু আরো জানান আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে গিয়ে সপ্তাহে চার দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোটা গন্ডাছড়া মহকুমা পাওয়ার শাটডাউন করে রাখা হচ্ছে। এই কাজে এলাকাবাসীরা তাদের সহযোগিতা করছেন এবং আগামীদিন গুলিতেও এলাকাবাসীরা এভাবে সহযোগিতা করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
১৫ থেকে ২০ দিন পরেই টাওয়ার লাইনের মাধ্যমে আমবাসা থেকে গন্ডাছড়া বিদ্যুৎ পরিষেবা চালু হতে যাচ্ছে।
by admin
written by admin
121
next post