Home » বৃহস্পতিবার রাতের অন্ধকারে বসত ঘরে আগুন ধরালো দুষ্কৃতিকারীরা । ঘটনা বাগমা ফোটামাটি গ্রামে ।

বৃহস্পতিবার রাতের অন্ধকারে বসত ঘরে আগুন ধরালো দুষ্কৃতিকারীরা । ঘটনা বাগমা ফোটামাটি গ্রামে ।

by admin

ঘটনার বিবরণে জানা গিয়েছে , বাগমা ফাটাফাটি গ্রাম পঞ্চায়েতের শাসক দলের উপ-প্রধান বিধান দাস ও তার পরিবার অন্যান্য দিনের মতো এদিন রাতেও খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে । ঘড়ির কাঁটায় রাত আনুমানিক দেড়টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের রশ্মী গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং তার উত্তাপ শরীরে অনুভূত হওয়ার সাথে সাথেই ঘর থেকে বের হয়ে আসে বিধানের পরিবার । ততক্ষণে বসত ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে চোখের সামনে । বসতঘর পুড়ে যেতে দেখে বিধানের ছেলে মিঠু দাস আগুন নেভানোর জন্য সামনে এগিয়ে গেলেই ঘটে যায় বড় ধরনের বিপত্তি । বিধ্বংসী অগ্নিকাণ্ডে মিঠুনের দুটি হাত ও মুখমণ্ডল পুড়ে যায় । পরবর্তী সময়ে গ্রামের সাধারণ মানুষ এই ঘটনা দেখতে পেয়ে দৌড়ে ছুটে আসে ঘটনাস্থলে সে সাথে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে । ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন রাজ্যের শিল্পমন্ত্রী রামপদ জমাতিয়া। কথা বলেন বাড়ির অন্যান্য সদস্যদের সাথে । সেই সাথে তিনি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতিসত্বর যেন দুষ্কৃতিকারীদের ধরা হয় । একই সাথে নাম না করে বিরোধীদেরও তীব্র আক্রমণ শানান শিল্পমন্ত্রী । পরে অগ্নিকাণ্ডে আহত হওয়া মিঠু দাস কে দেখতে গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে ছুটে যান মন্ত্রী রামপদ জমাতিয়া । গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ।‌

You may also like

Leave a Comment