Home » হীরাপুরে ২৪ লক্ষ টাকা ব্যায় পাকা রাস্তা তৈরি হচ্ছে । ভূমি পূজন করলেন বিধায়ক

হীরাপুরে ২৪ লক্ষ টাকা ব্যায় পাকা রাস্তা তৈরি হচ্ছে । ভূমি পূজন করলেন বিধায়ক

by admin
  • প্রতিনিধি, উদয়পুর :- মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাস্তাঘাট ভগ্নাশয় পরিণত । ১৯৮৮ সালে জোট সরকার থেকে শুরু করে ২৫ বছরের বাম শাসন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে শাসন করে গিয়েছে । তৎকালীন বাম কতটুকু উন্নয়ন করেছে ২০১৮ সালে মানুষ ভোট বাক্সে তাদের রায় দিয়ে বামেদের পরাজিত করে জোটের বিধায়ক নির্বাচিত করে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে । পাঁচ বছরের তৎকালীন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ কাজ করার যতটুকু সুযোগ পেয়েছে ততটুকু পর্যন্ত উন্নয়ন করা সম্ভব হয়েছে। ২০২৩ সালে পুনরায় দ্বিতীয়বারের জন্য বিধানসভা নির্বাচনে বাম- কংগ্রেস জোটের প্রার্থীকে ভোটের রাজনীতিতে হারিয়ে ক্ষমতা ছিনিয়ে নেয় আইপিএফটি -বিজেপি জোটের প্রার্থী অভিষেক দেবরায় । রাজনৈতিক ভাবে যখন বিভিন্ন গ্রামীন এলাকা গুলিতে প্রচার অভিযান শুরু হয়েছিল তখন বিভিন্ন জায়গায় গণদেবতাদের কথা দিয়েছিলেন জয়ী হবার পর এলাকার বিভিন্ন সমস্যা গুলি সমাধান করা হবে । সেই মতো এবার শুরু হয়েছে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার জন্য জোর কদমে কাজ । মাতাবাড়ি হীরাপুর সাব সেন্টার থেকে হীরাপুর বড় দিঘির পাড় পর্যন্ত ভগ্ন দশা সম্পন্ন রাস্তাটিকে সংস্কার করে পাকা রাস্তায় রূপান্তরিত করার জন্য দীর্ঘদিনের একটি দাবি ছিল গ্রামবাসীদের। এই দাবীকে মান্যতা দিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয় পাকা রাস্তা ( ব্ল্যাক টপ ) তৈরি করা হবে । সংশ্লিষ্ট রাস্তাটির কাজ শুরু হওয়ার পূর্বে বিধায়ক অভিষেক দেবরায় শুক্রবার দুপুরে ভূমি পূজন অনুষ্ঠানে সামিল হয়েছেন গ্রামের প্রধান ,উপপ্রধান থেকে শুরু করে গ্রামীন এলাকার জনপ্রতিনিধি ও ব্লকের আধিকারিকদের সাথে নিয়ে । গ্রামবাসীদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে দেখে খুশি গ্রামবাসীরা ।

You may also like

Leave a Comment