51
প্রতিনিধি, বিশালগড় , ১৮ জানুয়ারি।। সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শনিবার কমলাসাগর বিধানসভার পূর্ব গোকুলনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক অন্তরা সরকার দেব , বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক প্রমুখ। রক্তদান শিবিরে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এসএমসি সদস্য রক্তদান করেন। অতিথিরা রক্ত দানে এগিয়ে আসার জন্য সমাজের সকল অংশের নাগরিকদের আহবান জানান।