উদয়পুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে বাম কর্মী দয়াল হরি দেবনাথ তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে শাসক দলের বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী এবং অন্যান্য বিজেপির স্থানীয় নেতৃত্বদের বিরুদ্ধে বিভিন্ন ভাষায় লেখালেখি করে চলছিল । সেই সাথে এবার যুক্ত হলো নতুনভাবে এক ব্যক্তির পক্ষ থেকে দয়াল হরি দেবনাথের নামে থানায় মামলা দায়ের করা হয় । জানা যায় , মামলা হাতে পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ নড়ে চড়ে বসে। মঙ্গলবার সন্ধ্যা রাতে আগরতলায় একটি বিশেষ পুলিশের টিম পাঠানো হয় তাকে গ্রেপ্তার করার জন্য । সূত্রের খবর দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাজধানী থেকে । পরে উদয়পুর থানায় রাতে তাকে নিয়ে আসা হয় । একাধিকবার দয়াল ভরি দেবনাথ এর সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসক দলকে কালিমালিপ্ত করার অভিযোগ ওঠে নানাভাবে। মঙ্গলবার রাতে দয়াল হরি দেবনাথ গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বুধবার সকালে রাধা কিশোরপুর থানায় বিজেপির কর্মীরা থানার মধ্যে ভিড় জমাতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত এবং অবনতির দিকে ধাবিত হতে থাকে। রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস উত্তপ্তের পরিস্থিতির আঁচ করতে পেরে কোন ধরনের ঝুঁকি নিতে তিনি রাজি হননি । খবর দেওয়া হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে । নামানো হয় কেন্দ্রীয় সেনাবাহিনী । গোটা উদয়পুর থানা এবং শহরের রাজপথ কে কেন্দ্রীয় সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ দিয়ে করা নিরাপত্তা বলয় তৈরি করা হয় । পরে থানা থেকে প্রিজন ভ্যানে করে উদয়পুর জেলা দায়রা আদালতে পুলিশ তাকে নিয়ে যায় আদালতের সোপর্দ করার জন্য । থানা থেকে বের করার সময় উত্তেজনা বেড়ে ওঠে থানার মধ্যে। শাসক দলের কর্মীরা স্লোগান এবং ধ্বনী দিতে শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার জানায় , পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের দাবি জানানো হয়েছে মাননীয় আদালতের কাছে । এদিন দয়াল হরি দেবনাথ কে গ্রেপ্তারের ঘটনায় যেভাবে উত্তপ্ত হয় উদয়পুরের রাজনৈতিক পরিবেশ। তাতে করে রাজনৈতিক মহলে অভিমত উত্তেজনার পরিবেশ আগামী দিনেও আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে কুৎসা প্রচার ও এক অভিযোগে গ্রেপ্তার করা হলো দয়াল হরিকে । থানায় বিজেপি বিজেপি কর্মীদের ।
36