Home » পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা বাড়ছে লোকসভায় , বললেন অভিষেক

পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা বাড়ছে লোকসভায় , বললেন অভিষেক

by admin

প্রতিনিধি , উদয়পুর :-আগামী ২০ মে বনগাঁ দক্ষিণ লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ । তার আগে বিজেপি নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শুরু করেছে । শনিবার বনগাঁ দক্ষিণ বিধানসভার ৪ নং মন্ডলের পিপলি বাজারে এক বাজার সভা অনুষ্ঠিত হয় । এই বাজার সভায় লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে বাজার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। বাজার সভায় অভিষেক বক্তব্য রাখতে গিয়ে বলেন , বনগাঁ লোকসভা কেন্দ্রটি বরাবর বিজেপির দখলে রয়েছে । এর ফলে এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন । কিন্তু কিভাবে মানুষকে সে সকল সুযোগ-সুবিধা থেকে দূরে রাখা যায় সেদিকে প্রতিনিয়ত চেষ্টা করে চলেন তৃণমূল কংগ্রেস । তিনি বলেন , কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষ পেয়ে যাচ্ছেন সরাসরি। কিন্তু পঞ্চায়েত স্থরে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আতর ঘর তৈরি হয়েছে । এমনিতে যেমন রেশন দুর্নীতি , চাকরি দুর্নীতি , বিভিন্ন মন্ত্রীর বাড়ি থেকে কেন্দ্রীয় এজেন্সি তথা সিবিআই এবং ইডি উদ্ধার করেছে কোটি কোটি টাকা । এছাড়া সিন্ডিকেট রাজ থেকে শুরু করে কয়লা মাফিয়া, বালি খাদান , গরু পাচার এই সকল কাছ থেকে কাট মানি নিচ্ছে তৃণমূল কংগ্রেস । এইসব দুর্নীতি বন্ধ করতে হলে পুনরায় বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থীকে জেতাতে হবে । তাই কুড়ি তারিখ সকালে নিজেদের মূল্যবান ভোট ভোটকেন্দ্রে গিয়ে প্রদান করে এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে একটি পদ্মফুল ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উদ্দেশে পাঠাতে হয় । তাহলে তৃণমূল কংগ্রেসের একতরফা আধিপত্য রয়েছে পশ্চিমবঙ্গে । তার জন্য-বিচূর্ণ হয়ে পড়বে গোটা পশ্চিমবঙ্গে। মমতা বালা ঠাকুর বিগত দিনে যখন এই কেন্দ্রের সাংসদ ছিলেন কোন উন্নয়ন তিনি করেননি । সাংসদ তহবিলের টাকা তিনি খরচ করেননি সে সময়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে পার্টির তহবিল বাড়িয়ে চলেছিলেন। অন্যদিকে মাফিয়াদের বারবারন্ত তিনি বাড়িয়ে চলেছিলেন এই লোকসভা কেন্দ্রে এর ফলে তৃণমূল কংগ্রেস বিজেপি উপর আক্রমণ প্রতিনিয়ত করে গিয়েছে আক্রান্ত হয়েছেন কর্মীরা । বর্তমানে যখন ভারতীয় জনতা পার্টির এই প্রার্থী গত লোকসভা জয় লাভ করে তারপর থেকে মাফিয়া গিরি অনেকটা বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবারও নিজেদের অধিকার প্রয়োগ করে পুনরায় বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন ত্রিপুরার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । এই দিনের বাজার সভায় বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment