নিজস্ব প্রতিনিধি , আগরতলা : আগরতলা আমতলী বাইপাস রোড সংলগ্ন স্থানে চালক নেই তো, পরিবহন নেই, জয় জওয়ান, জয় কিষান, জয় ড্রাইভার, জয় সারথি এই শ্লোগানকে সামনে রেখে সকল গাড়ি চালক ও পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সর্ব কল্যাণ চালক সংঘের ত্রিপুরা গোমতী জেলা সভাপতি শাহজাহান মিয়া, ত্রিপুরা উত্তর জেলা সভাপতি শিবা পাল, আগরতলা সর্ব কল্যাণ চালক সংঘের কার্যকর্তা নৃপেণ শীল, সজল দেবনাথ, উত্তম দাস সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে সকল গাড়ি চালকরা জানিয়েছেন, বিশ্বে সব দিবস পালিত হয়, কিন্তু ড্রাইভারদের কোন দিবস পালিত হয় না। তাই ড্রাইভার দিবস পালনের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট দাবি জানিয়েছেন সকল ড্রাইভাররা। ড্রাইভাররা তাদের লরি নিয়ে অনেক জায়গাতে যান, কিন্তু ড্রাইভারদের যথাযোগ্য সম্মান দেওয়া হয় না। তাছাড়া লরিতে রান্না করে ড্রাইভাররা খাবার খেয়ে রাত্রিযাপন করে। কোন ড্রাইভার যাতে নেশায় আসক্ত হয়ে গাড়ি না চালান সকল ড্রাইভারদের প্রতি আহ্বান জানিয়েছেন সর্ব চালক কল্যাণ সংঘের ত্রিপুরা গোমতী জেলা সভাপতি শাহজাহান মিয়া। তাছাড়া, কোন ড্রাইভারের মৃত্যু হলে মৃত্যুবীমা চালু করার দাবিও জানিয়েছেন তিনি।
129
next post