প্রতিনিধি মোহনপুর:-বাইক নিয়ে যাওয়ার সময় সামান্য পাশ কাটাকে কেন্দ্র করে দুই যুবকের ঝগড়া দুই পাড়ার ঝগড়াতে রূপান্তরিত হয়। আক্রমণ পাল্টা আক্রমণে আহত প্রায় ২০। ঘটনা লেফুঙ্গা থানা ধীন বামুটিয়ার খোলাবাড়ি এলাকায়। খবর লেখা পর্যন্ত কোন গ্রেফতার নেই।
নববর্ষের প্রথম দিন বিকেলে কালীবাজার নোয়াগাঁও সড়কের খোলাবাড়ি সংলগ্ন এলাকায় বাইক নিয়ে পাশ কাটার সময় নোয়াগাঁও পশ্চিমপাড়ার জুটন সরকার এবং খোলাবাড়ির উৎপল দাসের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একসময় একে অপরের উপর হামলে পড়ে। এই হামলাতে দুই পাড়ার জনগণ ও লিপ্ত হয়। এতে সামান্য রক্তাক্ত হয়েছে উৎপল দাস। এই ঘটনা জের ধরে এদিন রাতেই পুলিশ ফাঁড়িতে অভিযোগ করতে যায় নোয়াগাঁও পশ্চিম পাড়ার জুটন সরকার এবং তার সাথীরা। অভিযোগ করে বাড়িতে ফেরার পথেই পুনরায় খোলা বাড়িতে আসতেই শুরু হয় দুপক্ষের আক্রমণ পাল্টে আক্রমণ। খোলাবাড়ির শম্ভু দাসের অভিযোগ নোয়াগাঁও পশ্চিমপাড়া এলাকার প্রায় ৩০ থেকে ৪০ জন খোলাবাড়ি এলাকায় আক্রমণ চালায়। দা লাঠি নিয়ে আক্রমণে আহত হয়েছেন প্রায় নয় জন। আহতরা হলেন অনুপম দাস, কালীপদ দাস, শম্ভু দাস,বিকাশ দাস , বিষ্ণু দাস, দুলাল দাস, প্রসেনজিৎ দাস, বিকাশ দাস এবং শংকর দাস। এদের বেশিরভাগ মাথায় গুরুত্ব জখম হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। অন্যদিকে পশ্চিম নোয়াগাঁও এলাকার অধীর সরকার অভিযোগ করেন খোলাবাড়ি এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয়রা সংঘবদ্ধ ভাবে উনাদের উপর ধারালো অস্ত্র লাঠি নিয়ে হামলা করে। তাতে গুরুতর যখম হয়েছে পশ্চিম নোয়াগাঁও এলাকার অধীর সরকার, রাজু দাস, সবুজ সরকার, রাহুল দেবনাথ, বিদ্যাবতি সরকার, সুরজিৎ দাস, প্রসেনজিৎ সেন, লিটন সরকার এবং শ্রীনিবাস দেবনাথ। গভীর রাতে আহতদের নিয়ে যাওয়া হয়েছে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় জিবিপি হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও একটা স্বার্থন্বেষী মহল এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং মাখানোর চেষ্টা করছে। কিন্তু স্থানীয় সাধারণ মানুষের দাবি এই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। পাশাপাশি যারা রাজনৈতিক রং মাখাতে চাইছে তাদের বিরুদ্ধেও রাজনৈতিক দলের নেতৃত্বরা সজাগ দৃষ্টি রাখার আবেদন করেছেন সচেতন মানুষরা।
রাস্তায় পাশ কাটার ঝামেলাকে ঘিরে আক্রমণ পাল্টা আক্রমণে দুই পাড়ার ২০ জন আহত
105