Home » বিজেপি প্রার্থী বিকাশ চাকমা গণদেবতাদের ধন্যবাদ জানান।

বিজেপি প্রার্থী বিকাশ চাকমা গণদেবতাদের ধন্যবাদ জানান।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৭ ফেব্রুয়ারি:- ২০২৩ বিধানসভা নির্বাচনে ৪৪ রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হওয়ায় শুক্রবার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ চাকমা গণদেবতাদের ধন্যবাদ জানান। তার পাশাপাশি তিনি পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, নির্বাচন কমিশন থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। বিকাশ চাকমা আরো জানান গতকাল প্রায় বুথেই পরিদর্শনে বেরিয়ে তিনি একটা বিষয় লক্ষ্য করেছেন ভোটাররা উৎসব উদ্দীপনা, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোট প্রদান করেছে। তিনি জানান সেখান থেকে একটা বিষয় পরিষ্কার ৪৪ রাইমাভ্যালী কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মত ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে বলেও তিনি জানান।

You may also like

Leave a Comment