নাবালিকা নাতনি কে ধর্ষণের অভিযোগে দাদুকে গ্রেপ্তার করল মহিলা থানার পুলিশ। নাবালিকা ধর্ষণের মামলা দিয়ে যাত্রা শুরু হল খোয়াই মহিলা থানার কাজকর্ম ।আজ সকালের দিকে খোয়াই থানা এলাকার পূর্ব সোনাতলা গ্রামে এক বয়স্ক মহিলা ইট ভাঙ্গার কাজ করতে যায়। সঙ্গে যায় ঐমহিলার এক নাবালিকা নাতনি। দুপুরে খাওয়ার সময় মহিলা বাড়িতে চলে এলেও নাতনিকে খুঁজে পায়নি। পরবর্তী সময়ে এলাকারই দাদু পরিচিত বাসুদেব তাঁতির (৮০) বাড়ি থেকে নাবালিকা কান্না করতে করতে বেরিয়ে আসে । বাড়িতে এসে ঐ নাবালিকা পুরো ঘটনা তার মা-বাবা সহ আত্মীয় পরিজনদের জানায়। তারপরে গোটা পরিবার আইনের সাহায্য না পাওয়ার জন্য খোয়াই থানায় চলে আসে। খোয়াই থানা এই মামলাটি খোয়াই মহিলা থানায় রেফার করে দেয়। মহিলা থানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ হাতে পেয়েই একটি মামলা গ্রহণ করে। Khowai Women P. S. Case No. 1/2022.U/S. 376(A)(B) IPC and 4 of Pocso Act. মহিলা থানা তদন্তে নামে এবং পূর্ব সোনাতলা নিজ বাড়ি থেকে বাসুদেব তাঁতি-কে গ্রেফতার করে নিয়ে আসে। পরবর্তী সময়ে বাসুদেব তাঁতি সহ ঐ নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয় বলে জানা গেছে। ১৫ই নভেম্বর খোয়াই মহিলা থানা উদ্বোধন হওয়ার পর এই প্রথম ধর্ষণের মামলা দিয়ে মহিলা থানার কাজকর্ম শুরু হল
157
previous post