45
শান্তির বাজার প্রতিনিধি: গতকাল রাতে শান্তির বাজার মহকুমায় অন্তর্গত বাইখোড়া বাজারে পাঁচটি দোকানে দুঃসাহি চুরি । একই রাতে প্রায় পাঁচটি দোকানে হানা দেয় চোরের দল। প্রতিমা হোমিও হল, শর্মা ডেকোরেটর, রায় ব্রাদার, অনুরাগ রেস্টুরেন্ট। তাছাড়া বাইখোরা থানার সামনে ইসকন মন্দিরের প্রানামি বক্স ও চুরি হয় গত রাতে। খবর পেয়ে ছুটে আসেন বাইখোড়া থানার পুলিশ। জানা যায় চুরির ঘটনা ঘটনা দিন দিন বেড়ে চলছে বাইখোড়া, শান্তির বাজার, কলসি বীরচন্দ্র মনু সহ বিভিন্ন এলাকা। জানা যায় কিছুদিন আগেও চরকবাই বাজারে একটি রেশন দোকান, একটি মুদি দোকানে চুরি হয়। তদন্তের নামে চোর পুলিশের খেলা চলছে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ।বাইখোড়া থানার নাকে ঢুকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ।