Home » ভেঙ্গে পড়ল নির্মীয়মান ফুট ব্রিজ

ভেঙ্গে পড়ল নির্মীয়মান ফুট ব্রিজ

by admin

 প্রতিনিধি মোহনপুর:-নির্মাণ কাজ চলাকালীন সময়ে ভেঙ্গে পড়ল ফুট ব্রিজ। ঘটনা হেজামারা আর ডি ব্লকের অন্তর্গত জগৎ চন্দ্রপাড়ায়। যদিও এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিম জেলার জেলা শাসক, ইএম রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।
হেজামারা ব্লকের অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম ডুংরাই এডিসি ভিলেজ। এই এডি সিলেজের জগৎ চন্দ্রপাড়ার লোক বর্ষা মৌসুমে যাতায়াত করার ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হন। কারণ পাহাড়ের জল স্থানীয় ছড়া দিয়ে গড়িয়ে যায়। জলের এতটাই গতিবেগ থাকে যার ফলে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। এই এলাকাতে একটি আরসিসি ফুটব্রিজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে দপ্তর। আরডি দপ্তর এই ফুট বীজ নির্মাণ কাজে হাত দেয়। কিন্তু নির্মাণ কাজ চলাকালীন সময়ে হঠাৎ ভেঙ্গে পড়ে এই ব্রিজের একটি অংশ। এই সময় সমস্ত শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিলেন। ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিম জেলার জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা। ইতিমধ্যেই জেলা শাসক নির্দেশ দিয়েছেন সঠিকভাবে ব্রিজ নির্মাণ করার জন্য। অন্যদিকে এডিসির ইএম রবীন্দ্র দেববর্মা শুক্রবার এই এলাকা পরিদর্শন করেন। কথা বলেছেন এলাকার মানুষদের সাথে। তিনি বলেন গুণগতমান বজায় রেখেই নির্মাণ কাজ চলছিল। কিন্তু নিচের খুঁটি ভেঙ্গে পড়ায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তবে পুনরায় সঠিকভাবে এই ফুট ব্রীজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

You may also like

Leave a Comment