প্রতিনিধিতেলিয়ামুড়া।১৭ই মে। মহিলা স্বশক্তিকরণ সহ সার্বিক সচেতনতার উদ্যেশ্যে পুলিশের উদ্যোগে তেলিয়ামুড়ায় কর্মশালা ও প্রশিক্ষণ । সমাজের সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে অপরাধ মুক্ত রাখার, সার্বিকভাবে বর্তমান এবং ভবিষ্যতের স্বার্থে মহিলাদের স্বশক্তি করনের দাবি করে শুক্রবার তেলিয়ামুড়া আরক্ষা প্রশাসনের উদ্যোগে প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয় ।তেলিয়ামুড়া অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র , ছাত্রী , শিক্ষক সহ ব্যাপক অংশের উপস্থিতি ছিল। আলোচনা রাখতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আই পি এস সুদাম্বিকা আর বলেন সকলকে সমাজকে অপরাধ মুক্ত করার জন্য ভূমিকা পালন করতে এগিয়ে আসতে হবে । মহকুমা পুলিশ আধিকারিক উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র – চাত্রীদের বলেন যখনই তারা বিভিন্ন প্রকার অপরাধের সম্মুখীন হবে তখন যাতে করে নির্ভয়ে নিজ নিজ ক্ষেত্রে অভিভাবকদের অবহিত করতে হবে । বর্তমান ময়ের মধ্যে মহিলা সংক্রান্ত অপরাধ বাড়ছে সেই বিষয়ে কথা বলতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের দাবি হচ্ছে মেয়েদেরকে বলিষ্ঠ হওয়ার জন্য আরও বেশি করে শিক্ষাকে অবলম্বন করতে হবে । এই সচেতনতামূলক কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্শাল আর্ট প্রশিক্ষক পিনাকী চৌধুরী, তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী সহ অন্যান্যরা।
ছান । এদিনের কর্মশালায় উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মার্শাল আর্ট , জুডো ইত্যাদির প্রিশিক্ষণ দেওয়া হয়। ।
349
previous post