Home » নেশা বিরোধী অভিযানে ৮০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার সিধাইয়ে

নেশা বিরোধী অভিযানে ৮০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার সিধাইয়ে

by admin

 প্রতিনিধি মোহনপুর:- বৃহস্পতিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে ব্রাউন সুগার উদ্ধার করল সিধাই থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় ৮০০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। তারাপুরের পানি কাটা গ্রামে সুমন নাগের বাড়িতে অভিযান চালিয়ে এর সাফল্য হাতে আসে পুলিশের। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।
যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে কেন্দ্র করতে স্থানীয় জনগণের দাবি ছিল এলাকাতে এই অবৈধ নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ২.৩০ নাগাদ সুমন নাগের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৬৭ বক্স ব্রাউন সুগার। ধারণা করা হচ্ছে অন্য নেশা কারবারি তাঁর বাড়িতে এই নেশা সামগ্রী গুলো মজুদ রেখেছিল। যদিও পুলিশের অভিযানের আঁচ করতে পেরে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অভিযুক্ত। পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর দাবি অন্যান্য নেশা কারবারীদের বিরুদ্ধেও নিয়মিত এই ধরনের অভিযান জারি রাখুক পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment