144
ধর্মনগর প্রতিনিধি।পানি সাগর থানার পুলিশ দেবজিৎ চ্যাটার্জী ওসি হিসেবে জয়েন করার পর সদা জাগ্রত ভূমিকা পালন করে চলেছে। শুক্রবার সকালে নাকা চেকিং এ চেক করার সময় একটি বলেরো গাড়ি যার নাম্বার টিয়ার 06 g ১৬ ১০ নম্বরে পিক আপ। ভারতীয় দণ্ডবিধির ৬৯ নং ধারায় তল্লাশি চালায় পানিসাগর থানার পুলিশ এবং গাড়ির পাশাপাশি ১৮২ কার্টুন এ ২৯০৪ বোতল বিলেতি মদ উদ্ধার করে। দুজনকে এরেস্ট করা হয়। গৌতম মল্লিক বয়স ত্রিশ বছর পিতার নাম অনন্ত মল্লিক এবং জয় দ্বীপ মল্লিক বয়স ৩২ বছর, পিতার নাম বনমালী মল্লিক তাদের বাড়ি জলেবাসা বড়বাড়ি রোড এবং ওয়ার্ড নাম্বার তিন। আপাতত ২৯০৪ টি বিলেতি মদের গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করে পানিসাগর থানায় রাখা হয়েছে।