প্রতিনিধি, উদয়পুর :-বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে অল্পতে রক্ষা পেল উদয়পুরের রেল রাস্তা । ঘটনার বিবরণে জানা যায় , প্রতিদিন উদয়পুর মাতাবাড়ি রেলস্টেশন থেকে চুরি হয়ে যাচ্ছে রেল দপ্তরের বিভিন্ন সামগ্রী । যাতে করে সমস্যায় পড়তে হচ্ছে রেল দপ্তরের কর্মীদেরকে । শুক্রবার ভোরে অটো রিক্সা করে রেল রাস্তার আর্থিং সামগ্রী নেওয়ার সময় রেল স্টেশনে থাকা জিআরপি থেকে শুরু করে রেল দপ্তরের আধিকারিকরা এই ঘটনা দেখতে পাই । রেল রাস্তার সামগ্রি চুরি করার সময় হাতে নাতে রাজু দাস নামে এক যুবককে আটক করে ফেলে । তার কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করে রেল দপ্তরে আধিকারিকরা । পরবর্তী সময়ে তাকে একটি খুঁটির সাথে বেঁধে রেখে দেয় । জানা যায় , রাজু দাসের বাড়ি উদয়পুর সোনামুড়া চৌহমুনী এলাকায় । পরে খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানায় । মাতারবাড়ি রেলস্টেশনে চুরি যাওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । এদিকে রেল দপ্তরের আধিকারিকরা জানান যেভাবে রেল রাস্তা থেকে আর্থিং গুলি চুরি করে নিয়ে যাচ্ছিল তাতে করে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো উদয়পুর রেল স্টেশনে । এই ঘটনায় রীতিমত উদয়পুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ।
148
next post