
প্রতিনিধি মোহনপুর:-লেফুঙ্গা থানাধীন বামুটিয়ার তালতলা সড়কের গোছামুড়াতে দুর্ঘটনার কবলে অটো। শনিবার সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহত হয়েছেন অটোচালক। স্থানীয়রা ছুটে এসে আহত অটোচালককে উদ্ধার করে নিয়ে যায় বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
বামুটিয়া থেকে তালতলা যাওয়ার পথে গোছামোড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ব্যাটারি চালিত যাত্রীবাহী অটোটি। রাস্তার পাশে সম্পূর্ণ উল্টে যায় এই অটোটি। স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন। উদ্ধার করেন আহত অটো চালককে। রক্তাক্ত অবস্থায় উনাকে উদ্ধার করে গ্রামবাসী। নিয়ে যায় বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর আঘাত বেশি হওয়ায় চিকিৎসকরা তাঁকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করে। তবে কিভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বামুটিয়া ফাড়ির পুলিশ।