গাঁজা বিরোধী অভিযানে সাফল্য বিশালগড় থানার পুলিশের। বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় থানাধীন লালসিং মুড়া মান্ডব কিল্লা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি শুকনো গাঁজা সহ এক নেশা কারবারীকে জালে তুলে পুলিশ। বিশালগড় থানার সেকেন্ড অফিসার কপিল পালের নেতৃত্বে অভিযান চালানো হয় লাল সিং মুড়া এলাকার সুখেন মিয়ার বাড়িতে। অভিযানে সুখেন মিয়ার বাড়ির একটি ঘর থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের বস্তা এবং একটি ড্রামে ভর্তী শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এলাকা সূত্রে খবর সুখেন মিয়া এবং তার ভাই ইদ্রিশ মিঞা দীর্ঘদিন ধরেই গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পুলিশ গাঁজা সহ সুখেন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ইদ্রিশ মিঞা। সুখেন মিয়াকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে এলাকার সমস্ত জনগণ পুলিশের উপর আক্রমণ চালানোর চেষ্ঠা করে। এক পর্যায়ে পুলিশের গাড়ির উপর ইট পাটকেলও ছুড়ে এলাকার গাঁজা ব্যপারীরা। পরে বিশালগড় থানার ওসি ইন্সপেক্টর রানা চট্টোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনায় পুলিশ একটি NDPS মামলা গ্রহণ করে শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপার্দ করে।
129