Home » ‘বৌদির সঙ্গে নাচছিস কেন?’ দুই ভাইকে কুপিয়ে খুন করলেন দাদা! বিয়েবাড়িতে জখম আরও দুই

‘বৌদির সঙ্গে নাচছিস কেন?’ দুই ভাইকে কুপিয়ে খুন করলেন দাদা! বিয়েবাড়িতে জখম আরও দুই

by admin

বিয়েবাড়ির অনুষ্ঠানে দুই ভাইকে খুন করলেন দাদা। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করলেন নিজের স্ত্রী এবং অন্যান্য আত্মীয়কেও। অভিযোগ, মত্ত অবস্থায় স্ত্রীকে নাচতে দেখে রেগে গিয়েছিলেন তিনি। তার পরেই এই কাণ্ড ঘটিয়েছেন।ঘটনাটি ছত্তীসগঢ়ের কবীরধাম এলাকার। অভিযুক্তের নাম তিন্‌হা বেগা। তাঁর স্ত্রী গ্রামের একটি বিয়েবাড়িতে অন্যান্য অতিথিদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন। দেওর এবং শ্বশুরবাড়ির অন্য আত্মীয়দের সঙ্গে গানের তালে তালে নাচছিলেন তিনি। অভিযোগ, সেই নাচানাচির সময় বিয়ের আসরে মত্ত অবস্থায় হাজির হন যুবক। তিনি স্ত্রীকে নাচতে দেখেই অশান্তি শুরু করেন। প্রথমে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর দিকেই তেড়ে গিয়েছিলেন যুবক। বাধা দিতে গেলে নিজের দুই ভাইকে খুন করেন তিনি। তাঁর স্ত্রীর সঙ্গে নাচছিলেন বলেই ভাইদের আক্রমণ করেন ওই যুবক।

You may also like

Leave a Comment