Home » এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তির বাজারে নবনির্মিত খাদ্য গুদামের শুভ উদ্ভোধন করাহয়।

এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তির বাজারে নবনির্মিত খাদ্য গুদামের শুভ উদ্ভোধন করাহয়।

by admin

রাজ্যসরকারের আর্থিক সহযোগীতায় শান্তির বাজার আর ডি অফিস সংলগ্ন এলাকায় খাদ্য গুদাম নির্মান করাহয়। শান্তির বাজার ট্রোমা কেয়ার সেন্টার নির্মানের জন্য এই খাদ্যগুদাম স্থানান্তির করাহয়েছে। পূর্ত দপ্তরের উদ্দ্যোগে এই খাদ্য গুদামটি নির্মান করাহয়। এই খাদ্য গুদাম নির্মানের কাজ শুরুহয় ৩০/ ০৩/ ২০২০ সালে। সমাপ্তিহয় ০৩/ ০৩/ ২০২২ সালে। এই খাদ্য গুদাম নির্মানের জন্য ১ কোটি ৩৭ লক্ষ ৮৫ হাজার ৫০ টাকা ব্যায়করাহয়। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই নব নির্মিত খাদ্যগুদামের শুভ উদ্ভোধন করাহয়। প্রদীপ প্রজ্বলন, ফলক উন্মোচন ও ফিতাকেটে ১ হাজার এম টি কেপাসিটি সম্পন্ন খাদ্য গুদামের শুভ উদ্ভোধন করলেন শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। এই খাদ্য গুদামটি উদ্ভোধন করার কথাছিলো ত্রিপুরার খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেবের। তিনি কোন এক কাজের জন্য আসতে পারেননি। তাই বিধায়কের হাতধরেই এই নবনির্মিত খাদ্য গুদামের শুভ উদ্ভোধন করাহয়। আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান শ্রীমতি সপ্না বৈদ্য, বগাফাব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, পূর্ত দপ্তরের এক্সিউটিভ অফিসার তাপস মারাক, শান্তির বাজার মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌঁধুরী, কাউন্সিলার রাজীব চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দরা। আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বিধায়ক এই খাদ্যগুদামের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জনসন্মুখে কিছু তথ্য তুলেধরেন। আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

You may also like

Leave a Comment