Home » পাথর হামলায় রেলযাত্রী রক্তাক্ত

পাথর হামলায় রেলযাত্রী রক্তাক্ত

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

সোমবার দুপুরে ভারতীয় রেলে আক্রমণ চলায় পাথর বাজরা। ঘটনা মাতাবাড়ি গর্জি রেল স্টেশনে । এদিন দুপুরে আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে সাব্রুম যাওয়ার পথে গর্জি পতিছড়ি এলাকায় পাহাড় থেকে যাত্রীবাহী লোকাল রেলে পাথর ছোড়া হয় । এই পাথর ছোড়ার কারণে আহত হন রেলযাত্রী সুরোজ ত্রিপুরা । এদিন অপর এক রেলযাত্রী সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন প্রায়শই দক্ষিণ ত্রিপুরার এই রেলপথে পাহাড় থেকে পাথর ছুড়ার কারণে আহত হন রেলে থাকা যাত্রীরা । এদিন দুপুরে রেল যাত্রী একইভাবে আহত হয়েছেন পাথর ছোড়ার কারণে । পরবর্তী সময়ে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের সহযোগিতা নিয়ে সরোজ ত্রিপুরাকে রেলের যাত্রীরা শান্তিরবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । রেলের উপর এভাবে পাথর ছোড়ার কারণে রেলের সফরকারি নিত্য যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় সোমবার দুপুরে । সব মিলিয়ে প্রতিদিন নিজের জীবন ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচল করছে আগরতলা সাব্রুম ভারতীয় রেলে ।

You may also like

Leave a Comment