প্রতিনিধি, উদয়পুর :-
সোমবার বিকেলে বাগমা মন্ডলের যুব মোর্চার উদ্যোগে রাজনগর বাজারে বিজেপির এক বাজার সভা অনুষ্ঠিত হয় । এই বাজার সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায় স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ প্রমূখ । এদিনের বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় বলেন , বাম ও কংগ্রেস এই রাজ্যে জোট করে ক্ষমতায় আশার স্বপ্ন বেধেছে । যে স্বপ্ন ত্রিপুরাবাসী কখনোই পূরণ করবে না । যে সিপিআইএম দল বিগত দিনে তৎকালীন সময়ে কংগ্রেসের বহু কর্মীকে খুন করেছে বহু বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে । সেই বামেদের সাথে কংগ্রেস জোট করেছে । এই জোট করার ফলে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন ভোটাররা কখনোই মেনে নিতে পারছে না । তাই বর্তমান রাজ্য সরকারের উন্নয়নের সামিল হতে রাজ্যের জনগণ প্রতিদিন যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে । সোমবার বিকেলে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়ের হাত ধরে সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে ১৫৮ পরিবারের ৪৬৮ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে । নবাগতদেরকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন বিজেপি গোমতী জেলা সভাপতি । এইদিন বাজার সভাকে কেন্দ্র করে রাজনগর বাজারে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল সারা জাগানো ।