প্রতিনিধি মোহনপুর:- গোপন খবরের ভিত্তিতে গাজা বিরোধী অভিযানের নামে সাফল্য পেল পুলিশ। ঘটনা সিধাই থানার অন্তর্গত ছোট কুত্না এলাকায়। শুক্রবার গভীর রাতে এই এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালিয়ে ২৮০ কিলো অবৈধ গাঁজা উদ্ধার করেছে সিধাই থানার পুলিশ।
সিধাই থানা এলাকাতে ব্যাপক পরিমাণ গাজার চাষ হয়ে বিগত দিনে। সর্বশেষ মরসুমেও আলু পটলের মত গাঁজার চাষ হয়েছে গোটা এলাকা জুড়ে। পাহাড় থেকে সমতল গাঁজার রমরমা ছিল প্রকাশ্যে। বর্তমানে সেই গাঁজা বিভিন্ন জায়গার লুকিয়ে বিক্রি করার প্রক্রিয়া চলছে। ছোট কুত্না এলাকাতেও ব্যাপক পরিমাণ গাঁজা চাষ করার পর মজুদ করা হয়েছিল বিক্রির জন্য। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে এলাকার কান্থামনি দেববর্মার বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৮০ কিলো অবৈধ গাঁজা। পুলিশি অভিযানকে কেন্দ্র করে বাড়ির লোকেরা পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রেফতার করা হয় মেয়ের জামাই দুলন দেববর্মাকে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ২২ থেকে ২৩ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি। এদিন পুলিশের পাশাপাশি সিআরপিএফ জোয়ানরাও এই গাঁজা বিরোধী অভিযানে অংশ নিয়েছিল।
গাঁজা বিরোধী অভিযানে সাফল্য সিধাই থানার উদ্ধার ২৮০ কিলো গাঁজা
88
previous post