প্রতিনিধি মোহনপুর:- দীর্ঘ এক বছর পর নেশা কারবারের সাথে জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লেফুঙ্গা থানার পুলিশ। অভিযুক্তের নাম আনোয়ার হোসেন। তাঁর বাড়ি সোনামুড়ায়। বামুটিয়া ডাউনটাউন রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিশ।
প্রায় এক বছর আগে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের রতন দেবের বাড়িতে অবৈধ নেশা সামগ্রী মজুদ রাখার বিষয়ে অভিযান করেছিল পুলিশ। সেই সময় অবৈধ নেশা সামগ্রী উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছিল লেফুঙ্গা থানার পুলিশ। এই ঘটনার সাথে জড়িত আনোয়ার হোসেন দীর্ঘ এক বছর যাবত পলাতক ছিল বলে জানান লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস। তিনি আরো জানান বুধবার অভিযুক্ত বামুটিয়ার ডাউনটাউন রেস্টুরেন্টে অবস্থান করছিল। গোপন খবর ভিত্তিতে পুলিশের কাছে এই খবর পৌঁছায়। সঙ্গে সঙ্গে ডাউনটাউন রেস্টুরেন্টে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে রেস্টুরেন্টের ভেতর থেকেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি সহদেব দাস।
কুখ্যাত নেশাকড়বারী গ্রেফতার বাবুটিয়ায়
141