
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে,খোয়াই নতুন টাউন হলে শিক্ষা দপ্তরের উদ্যোগে ও জেলা শিক্ষা আধিকারিক কার্যালয় ও খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ব্যবস্থাপনায় রাজ্যভিত্তিক শিশু দিবস ২০২৩ উদযাপিত হয় মঙ্গলবার। বৃক্ষে জল প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এ ছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ। এদিন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণীরায় বলেন শিশুরা হচ্ছে আমাদের আগামী দিনের প্রজন্ম। তাদের হাতে পরিচালিত হবে দেশ, তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এর জন্য অভিভাবক সহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাদেরও ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য পিনাকীদাস চৌধুরী উনার বক্তব্যে বলেন নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়েও তাদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে। এই দিনের অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা ও সদস্য সুব্রত মজুমদার সহ অন্যান্য অতিথিগণ।