
প্রতিনিধি কৈলাসহর:-শারদীয় উৎসবের পরেই শ্যামা পূজার আয়োজন মাতোয়ারা করেছে কৈলাসহরবাসীকে।পুরনো এবং বনেদি ক্লাবগুলোর পাশাপাশি গ্রামীণ এলাকায় অনেক ছোট আঙ্গিকে শ্যামা পূজার আয়োজন করা হয়। গত বছর থেকে এবারের পূজার সংখ্যা কৈলাসহরে অনেকটাই বেড়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গেছে।অন্যান্য পূজার পাশাপাশি হরিজন কলোনির মাঠে প্রায় পাঁচ বছর বাদে নতুন আঙ্গিকে শ্যামাপূজা উপহার দিয়েছে বৌলাপাসা সার্বজনীন শ্যামা পূজা কমিটি।সুদৃশ্য মাতৃমণ্ডব এবং আকর্ষণীয় আলোকসজ্জা কাছে টেনেছে দর্শনার্থীদের।পূজোর সন্ধ্যায় মাতৃ মণ্ডপের আনুষ্ঠানিক দারোদঘাটনের সাথে সাথে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ মহারাজ কর্তৃক প্রায় তিন শতাধিক গরিব দুঃস্থ দের হাতে শীতবস্ত্র তুলে দেয় এই সার্বজনীন শ্যামা পূজা কমিটি।এবারকার পুজোর সভাপতির দায়িত্বে ছিলেন অরূপ ধর,সম্পাদক মিঠু দাস এবং কোষাধ্যক্ষে ছিলেন রাজু দে।এই পূজা প্যান্ডেলে যেভাবে জন ঢল নেমেছিল একটা সময় তা জনসুনামিতে পরিণত হয়।প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ করা হয় দর্শনার্থীদের মধ্যে।ক্লাব সভাপতি অরূপ ধর জানিয়েছেন আগামী কিছুদিন পরে এই পুজো প্যান্ডেলে বড় মাপের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে পুজো কমিটির সদস্যদের।