Home » গাঁজাসহ দুই আসামিকে ধরার পর তারা পালিয়ে যায় পরবর্তীতে পালিয়ে যাওয়া দুইজনকে পুনরায় ধরে মান বাঁচালো ধর্মনগর থানার পুলিশ।

গাঁজাসহ দুই আসামিকে ধরার পর তারা পালিয়ে যায় পরবর্তীতে পালিয়ে যাওয়া দুইজনকে পুনরায় ধরে মান বাঁচালো ধর্মনগর থানার পুলিশ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
উত্তর জেলার পুলিশ সুপার যতই সক্রিয় হোক না কেন থানার অবহেলা এখনো শুধরে উঠতে পারেনি। তাই একের পর এক ত্রুটিপূর্ণ কাজ ধরা পড়ছে জনসমক্ষে। যদিও থানা বাবুরা ত্রুটিকে ঢাকতে নাছোড়বান্দা হয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবারো এক ঘটনা ঘটলো এমডিপিএস মামলার আসামিদের নিয়ে। বৃহস্পতিবার ধর্মনগর থানা এবং কদমতলা থানা এনডিপিএস ধারাকে সাঙ্গ করে বেশ কিছু অভিযান চালায়। এতে ধর্মনগর থানা ধর্মগরের রেল স্টেশন চত্বর থেকে বৃহস্পতিবার গভীর রাতে দুইজন গাঁজা কারবারিকে ৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্তু সেখান থেকে পুলিশের হাত থেকে একজন পালিয়ে যায় অপরজন যখন থানা বাবুরা জিজ্ঞাসাবাদ চালানোর জন্য থানায় নিয়ে আসে। অবশেষে সারারাত্র জুড়ে চলে পুলিশের তল্লাশি। ভোরের দিকে একজনকে স্টেশন চত্বর থেকে ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করতে পেরে নিজেদের মান বাঁচায়। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এরা হচ্ছে আন্তরজ্য গাঁজা পাচারকারী দিলখুশ কুমার এবং নিরাজ কুমার। এদের দুজনের বাড়ি বিহারের সমস্তিপুর জেলায়। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন শুক্রবার তাদেরকে আদালতে পেশ করা হবে। তবে এই অবস্থা চলতে থাকলে এমনিতেই ধর্মনগর থানার প্রতি সাধারণ মানুষের আস্থা বহুলাংশে কমে গেছে পরবর্তী সময়ে তা একেবারেই থাকবে না বলা বাহুল্য।

You may also like

Leave a Comment