ধর্মনগর প্রতিনিধি।
বুধবার গভীর রাতে কদমতলা থানার নাইট পেট্রলিং এর পুলিশ AS11X/6318 নম্বরের স্কুটি সহ অসমের বাজারিছড়া থানাধীন কুকিতল গ্রাম পঞ্চায়েতের কারখানা পুত্নি ৫নং ওয়ার্ড় এলাকার বাসিন্দা ময়নুল মিয়া পিতা মুস্তাকিন আলি নামের এক যুবককে আটক করে। পরে ধৃত যুবককে তল্লাশি চালালে তার কাছ থেকে ছয়শো ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পুলিশ সুপার আরো জানান, পুলিশ ধৃত ইয়াবা পাচারকারীরকে জিজ্ঞাসাবাদ চালালে সে জানায়,ইয়াবা টেবলেট গুলি চুরাইবাড়ি থানাধীন চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল মান্নান পিতা মৃত আনজির আলী কাছ থেকে এনেছে। তাছাড়া ধৃত যুবকের পকেট থেকে একটি গাড়ির চাবি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার চুরাইবাড়ি থানার সহযোগিতায় আব্দুল মান্নানের বাড়িতে হানা দিয়ে কাপড়ের আলনা থেকে নগদ সাত লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। যে টাকার কোন বৈধতা দেখাতে পারেনি আব্দুল মন্নান। সাথে কদমতলা থানাধীন তারকপুর কালাচাঁদ মিলন মন্দির সংলগ্ন একটি পরিত্যাক্ত জায়গা থেকে AS01EL/3760 নম্বরের একটি সুইফ্ট ডিজায়ার কার আটক করে পুলিশ। পুলিশ সুপার আরো জানান, বর্তমানে ছয়শো ইয়াবা টেবলেট,নগদ সাত লক্ষ টাকা, সুইফ্ট ডিজায়ার,স্কুটি সমেত ধৃত দুই মাদক পাচারকারী কদমতলা থানার হেফাজতে রয়েছে। কদমতলা থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। তাই এই কন্ডে যারা জড়িত সকলকে জালে তুলা হবে। শুক্রবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কদমতলা থানার পুলিশ।
৬০০ ইয়াবা ট্যাবলেট এবং ক্যাশ সাত লক্ষ টাকা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর জেলা পুলিশ।
112
previous post