প্রতিনিধি , উদয়পুর :-
২০২৪ সালের দেশের লোকসভা নির্বাচন যত সামনের দিকে এগিয়ে আসছে ততই বাড়ছে ত্রিপুরাতে যোগদানের হিড়িক। প্রতিনিয়ত ভাঙছে ত্রিপুরার বিরোধী দল গুলি । এবার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে এক যোগদানের মধ্য দিয়ে ঝড় তুললেন বিধায়ক অভিষেক দেবরায় । গামারিয়া স্কুল মাঠে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় সহ বিজেপি স্থানীয় মন্ডল নেতৃত্বরা । এ দিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , রাজ্যকে মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য রাজ্য সরকার চেষ্টা করে চলেছে। তিনি বলেন পরিকাঠামো ও মৎস্যচাষীদের আর্থিক উন্নয়নে বিগত চার বছরে প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে । রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রায় ১,৯৫,০০০ জন মৎস্য চাষীর অর্থ সামাজিক মান উন্নয়নে মৎস্য দপ্তর থেকে সহায়তা দেওয়া হয়েছে । এছাড়া তিনি বলেন , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা (২০২১-২০২২) এই যোজনায় রাজ্যের ৩০,৫২৬ টি পরিবারকে প্রানী পালনে সহায়তা দেওয়া হয়েছে । এজন্য ব্যয়ে হয়েছে ১০.৫৫ কোটি টাকা । ২০২২ সালের মার্চ পর্যন্ত ১৬,৩০২ টি পরিবারকে মোরগ পালনে , ৩৯৪৫ টি পরিবারকে হাঁস পালনে , ৫৪৮৭ টি পরিবারকে শুকর পালনে এবং ২,৭৪৩ টি পরিবারকে ছাগল পালনে সহায়তা দেওয়া হয়েছে । এছাড়া গ্রাম স্তরে মৌলিক ক্ষেত্রগুলিতে জনগণকে মৌলিক সুবিধা দিতে ও পরিষেবা প্রদানের বিশেষ মান স্থাপনে গ্রাম গুলির মধ্যে উন্নয়নের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করতে ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে । এই সমস্ত উন্নয়ন দেখে বিরোধী দলের সমর্থকরা প্রতিনিয়ত বিজেপি দলের যোগদান করে চলেছে। বিধায়ক অভিষেক দেবরায় বলেন এই গামারিয়া স্কুল মাঠে ২৩ পরিবারের ৮৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিন নবাগতদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক অভিষেক দেবরায় ।