প্রতিনিধি, তেলিয়ামুড়া। ১৪ই মার্চ। রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হলো,রাজ্য কে নেশা মুক্ত করা। রাজ্য সরকারের এই উদ্দেশ্যকে বাস্তব রূপ দিতে রাজ্য পুলিশ প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। সফল হচ্ছে রাজ্য পুলিশ। নেশার বিরুদ্ধে এই অভিযানে আজ আবারো বড় ধরনের সফলতা পেল পুলিশ।আজ তেলিয়ামুড়ায় বিপুল পরিমাণে অবৈধ ড্রাগস বা নেশা সামগ্রী সহ সুমন দেবনাথ নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ, সেই সাথে সাথে ধৃত সুমনের সাথে থাকা নম্বরবিহীন স্কুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।
গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ জানান বিশ্বস্ত সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিশেষ নজরদারি অভিযানের মধ্য দিয়ে এই সফলতা আসে। পুলিশ জানিয়েছে সুমন যখন তার নম্বর বিহীন স্কুটি নিয়ে আসছিল তখন তার স্কুটিকে আটক করে তল্লাশি চালালে স্কুটির ভেতরে রাখা দুই শতাধিক ভায়েলের মধ্যে অবৈধ নেশা সামগ্রী পাওয়া যায়। ওসি শ্রী দেবনাথ আরো জানান ধৃত সুমনকে খোয়াই আদালতে প্রেরণ করার পর পুলিশ রিমান্ডে এনে পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এদিকে যেভাবে গোটা তেলিয়ামুড়া শহর সহ সন্নিহিত এলাকায় এই সময়ের মধ্যে অবৈধ নেশার রমরমা বৃদ্ধি পেয়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে এই আটক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারো সফলতা পেল তেলিয়ামুড়ায় পুলিশ।
110