প্রতিনিধি, উদয়পুর :- বন্যার জলে ক্ষতিগ্রস্ত কৃষক মহল । উদয়পুর সুকসাগর জলায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও বন্যার জল এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে জমির মধ্যে । এর ফলে কৃষকরা শীতের মরশুমে কোন ধরনের ফসল ফলাতে পারছে না । এই বছরের আগস্ট মাসের ২১ তারিখ এক ভয়াবহ বন্যা হয়েছিল সারা রাজ্য জুড়ে । তার মধ্যে সবচেয়ে ক্ষতির শিকার হয়েছিল গোমতী জেলা সহ উদয়পুর মহকুমা । শহর ও বিভিন্ন গ্রামীন এলাকার বন্যার জল সুক সাগর জলার মধ্যে গিয়ে পড়েছে। কিন্তু তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও এই বন্যার জল কোথাও বের হতে পারছে না। জানা যায় , রেল দপ্তর থেকে তৈরি করা রেল ব্রিজের নিচে যে কালভার্ট তৈরি করেছে সে সকল কালভার্ট গুলি অনেকটা উচুর মধ্যে থাকার কারণে নিচে জমির জল বের হতে পারছে না । এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছে উদয়পুরের কৃষকরা । সুক সাগর জলায় বন্যার জল থাকার কারণে জেলেরা এখনো মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করছে। বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে জমিগুলি এর ফলে বর্তমানে আরো সমস্যায় পড়েছে জমিতে চাষবাস না করার কারণে কৃষকদের সংসার প্রতিপালন এক মহাসংকটের সামনে এসে দাঁড়িয়েছে বলে মনে করছে কৃষক মহল। জেলা প্রশাসন ও স্থানীয় ব্লক থেকে যদি কোন স্থায়ী সমাধান না বের করে তাহলে জমি গুলি আগামী দিনে কৃষি ফলানোর উপযুক্ত জমি হিসেবে হারিয়ে ফেলবে কৃষকরা। কিভাবে বন্যার জল বের করা যায় জমি থেকে তা নিয়ে জেলা প্রশাসন যেন ভাবনাচিন্তা করে তার আবেদন করেন কৃষক মহল।
57
previous post