Home » গন্ডাছড়া হাসপাতাল বিল্ডিং সংস্কারের কাজ শুরু, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

গন্ডাছড়া হাসপাতাল বিল্ডিং সংস্কারের কাজ শুরু, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৪ নভেম্বর:- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের বেহাল বিল্ডিং সংস্কারে হাত দেয় গন্ডাছড়া পূর্ত দপ্তর। জানা যায় বহিঃ রাজ্যের রেট্রোফিটিং নির্মাণ সংস্থা বিল্ডিং সংস্কারের বরাত পায়। প্রায় ৪ কোটি টাকার কাজ। জানা যায় ভূমিকম্প থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এই হিসেবে বিল্ডিং ঘরটি তৈরি করা হচ্ছে। ভূমিকম্প আসলেও যাতে ঘরটি ক্ষতি না হয় এ পরিকল্পনা নিয়েই কাজ করা হচ্ছে। কাজের দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা গত ১০ দিন যাবত দ্রুততার সাথে কাজ শুরু করে। ১৮ মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করার কথা থাকলেও নির্মাণ সংস্থা এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে ৮ থেকে ১০ মাসের মধ্যেই কাজ শেষ করার কথা জানান। উল্লেখ্য উক্ত নির্মাণ সংস্থা ইতিমধ্যেই সুনামের সাথে নীরমহল এবং রাজবাড়ী সংস্কারেরর কাজ করে। স্মরণ করা যেতে পারে দীর্ঘ বছর ধরে মহকুমা হাসপাতালের দ্বিতল বিল্ডিং ঘরটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই অবস্থায় অসুস্থ রোগীরা হাসপাতালে আসতে ভয় পাচ্ছে। কোন কোন সময় বিল্ডিং এর চাঁদের প্লাস্টার খসে পড়ে রোগী থেকে স্বাস্থ্যকর্মী সবার মাথার উপর। এমতাবস্থায় স্বাস্থ্যকর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে। মহকুমাবাসীরা বেহাল বিল্ডিং ঘরটি সংস্কারের জন্য একাধিকবার দাবি জানিয়ে আসলেও এতকাল কারুর কোন কর্ণপাত ছিল না। অবশেষে বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা হাসপাতালের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেয়। আর তাতে খুশি গোটা এলাকার সাধারণ মানুষ।

You may also like

Leave a Comment