
প্রতিনিধি, বিশালগড় , ১৪ ডিসেম্বর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে সরকারি প্রকল্পের সুবিধা হাতে নিয়ে বাড়ি ফিরলেন জনজাতিরা। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতের কাছে পৌঁছে দেয়া এবং প্রকল্পের বিষয়ে নাগরিকদের সচেতন করতে গ্রাম শহর পাহাড় নগর সর্বত্র পৌঁছে যাচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। বৃহস্পতিবার জম্পুইজলা মহকুমার পূর্ব টাকারজলা এডিসি ভিলেজ অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্পুইজলা ব্লকের বিএসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন জম্পুইজলা মহকুমা শাসক দেবদাস দেববর্মা, বিডিও কমল দেববর্মা প্রমূখ। সেখানকার জনজাতি নরনারী বিকশিত ভারত সংকল্প যাত্রার রথ পুষ্পবৃষ্টি উলুধ্বনিতে বরণ করেন। স্থানীয় জনজাতি শিল্পীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর স্টল নিয়ে বসে সরকারি প্রকল্পের বিষয়ে নাগরিকদের সচেতনতার কাজ করেন। এছাড়া এদিন মহিলাদের উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ, স্বনির্ভর গোষ্ঠীর হাতে ঋণের চেক, এসটি সার্টিফিকেট সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেয়া হয় বেনিফিসিয়ারীদের হাতে। বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন মানুষের হাতের কাছে পৌঁছে গিয়েছে সরকার। কোন প্রকল্পের সুবিধা থেকে কেউ বাদ না যায় সে লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে। মানুষ সুবিধা গ্রহণ করছে। উন্নয়ন নিয়ে দলবাজি, রাজনীতি, স্বজনপোষণ করেছে সিপিএম। কিন্তু বিজেপি সরকার সমাজের সকল স্তরের মানুষের হাতের কাছে পৌঁছে দিচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা ।