Home » গাঁজা চাষীদের জঙ্গি আক্রমণে ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি, আহত ৫ধংস ৬০ হাজার গাঁজা গাছ

গাঁজা চাষীদের জঙ্গি আক্রমণে ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি, আহত ৫ধংস ৬০ হাজার গাঁজা গাছ

by admin

প্রতিনিধি মোহনপুর:-সিধাই থানাধীন নতুন বাজার এলাকায় গাঁজা বিরোধী অভিযান করতে গিয়ে আক্রমণের মুখে পড়ল পুলিশ। অবৈধ গাঁজা চাষীদের সঙ্গবদ্ধ আক্রমণে পুলিশের ৫ টি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আহত হয়েছেন ৫ আরক্ষা কর্মী। এই ঘটনা পরিপ্রেক্ষিতে শত প্রণোদিত মামলা গ্রহণ করেছে পুলিশ।
বেশ কয়েকদিন যাবত সিধাই থানা এলাকাতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে ওঠা গাঁজা বাগানে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের এই অভিযানকে আটকে দিতে বৃহস্পতিবার নতুন বাজার এলাকায় পুলিশের গাড়ির উপর আক্রমণ করে অবৈধ গাঁজা চাষির। অবৈধ গাঁজা চাষীদের এই আক্রমণ রুখতে গিয়ে আহত হয়েছেন ৫ আরোক্ষা কর্মী। জানা গেছে এদিন সকালে নতুন বাজার এলাকায় পুলিশ তার গাড়ি রেখে প্রায় দেড় কিলোমিটার দূরে গাঁজা বাগান ধ্বংস করতে যায়। সেখানে প্রায় ৬০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানান এসডিপিও বিজয় সেন। গাঁজা বিরোধী অভিযান শেষে ফিরে আসার পথেই সঙ্গবদ্ধ ভাবে পুলিশের গাড়িতে আক্রমণ করে গাঁজা চাষিরা। এসডিপি বিজয় সেন জানান পুলিশ যে স্থানে গাড়িগুলো রেখেছিল সেখানে তুলনামূলক কম আরক্ষা কর্মী ছিল। কারণ বেশিরভাগ আরক্ষা কর্মী গাঁজা বিরোধী অভিযানে ব্যস্ত ছিল। এরই সুযোগে দুষ্কৃতীরা পুলিশের গাড়িতে আক্রমণ চালায়। এসডিপিও বিজয় সেন জানান ইতিমধ্যেই সিধাই থানাতে একটি মামলা রুজু করা হয়েছে। এলাকার সচেতন মহলের দাবি অবৈধ গাঁজা চাষিরা পুলিশের উপর দুঃসাহসিক জঙ্গি আক্রমণ সংগঠিত করেছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ। যাতে করে আগামী দিনে সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার যে পরিকল্পনা তার পথে কোন ধরনের বাঁধা না সৃষ্টি হয়।

You may also like

Leave a Comment