প্রতিনিধি, গন্ডাছড়া ১৪ ডিসেম্বর:- ভারতীয় বন অনুসন্ধান এবং শিক্ষা পরিষদ জীবিকা নির্বাহ সম্প্রসারণ কেন্দ্র গান্ধীগ্রাম আগরতলা এর উদ্যোগে নাবার্ড ত্রিপুরার আর্থিক সহায়তায় শলবাগান বনবিভাগের অফিস প্রাঙ্গনে বাঁশ করুল প্রক্রিয়াকরণ ও বাজারজাত করণের উপর তিন দিনের এক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ভারতীয় বন অনুসন্ধান এবং শিক্ষা পরিষদ উত্তর পূর্বাঞ্চলের প্রধান বিজ্ঞানী রাজীব কুমার কলিতা মুখ্য কারিগরি আধিকারিক নীরেন দাস নবার্ড ত্রিপুরার উপ-মহা প্রবন্ধক দিগন্ত কুমার দাস অল ত্রিপুরা ফারমার্স ক্লাবসের রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় প্রমূখ। প্রশিক্ষণ শিবিরে স্বাগত ভাষণ রাখেন সংস্থানের প্রধান বিজ্ঞানী রাজীব কুমার কলিতা তিনি তার ভাষনে আগত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন ভারত সরকারের জীবিকা নির্বাহ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁশ করুলের মাধ্যমে বিভিন্ন প্রকার আচার ও খাদ্য সামগ্রী তৈরি করে সুষ্ঠু বাজারজাত করণের মাধ্যমে জীবিকা নির্বাহের জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা। নাবার্ডের উপমহাপ্রবন্ধক দিগন্ত কুমার দাস উনার বক্তব্যে নবার্ডের সব রকম সহযোগিতার আশ্বাস দেন এবং প্রশিক্ষণার্থীদেরকে বলেন উনারা যেন সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তৈরি করে ওইগুলো বাজারজাত করেন। নাবার্ড প্রস্তুতকারকদের উৎপাদিত সামগ্রী রাজ্য তথা বহিরাজ্যে বিক্রির ব্যবস্থা করার জন্য সচেষ্ট থাকবে। অল ত্রিপুরা ফারমার্স ক্লাবসের রাজ্য সভাপতি প্রদীপবরণ রায়, ভারত সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন ভারতের যশস্বীপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জীবিকার মান উন্নয়নের জন্য বিভিন্ন রকমের প্রকল্প নিয়েছেন লাইভলি হুড মিশন তার অন্যতম। আমাদের ত্রিপুরার বনে অনেক মূল্যবান খাদ্য উপযুক্ত উদ্ভিদ পাওয়া যায় এগুলোকে প্রক্রিয়াকরণের মাধ্যমে যদি আমরা বাজারজাত করতে পারি তাহলে প্রত্যন্ত অঞ্চলের যুবক-যুবতীদের কর্মসংস্থানের একটি বিশেষ ব্যবস্থা হবে। তিনি আরও বলেন আজ থেকে ৭-৮ বছর পূর্বে ত্রিপুরাতে এরকম কোন চিন্তা ভাবনা করা হয়নি না হলে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যারা এই মহৎ কর্মযজ্ঞে এগিয়ে এসেছেন সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। ছামনু ও গন্ডাছড়া সহ ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল থেকে মোট ৩০ জন যুবক-যুবতী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ রাখেন মুখ্য কারিগরি আধিকারিক নীরেন দাস। উনি উনার ভাষণে উপস্থিত সকলকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে প্রশিক্ষনার্থীদের নিয়ে আসার জন্য অল ত্রিপুরা ফারমার্স ক্লাবস সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
125