Home » পানিচৌকি বাজারে চোর আটক

পানিচৌকি বাজারে চোর আটক

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ কৈলাসহর পানিচৌকি বাজারে এক চোরকে উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দিল উত্তেজিত জনতা।জানা যায় যে,পানিচৌকি বাজার এলাকায় বিভিন্ন দোকানে বেশ কিছুদিন ধরে চুরি কান্ড সংঘটিত হয়ে আসছে।অভিযোগ,গতকাল রাত্রিবেলা কৈলাসহর পানিচৌকি বাজার এলাকায় অবস্থিত শনি মন্দির থেকে একটি ফ্যান চুরি হয়ে যায়।পরবর্তী সময় স্থানীয় ব্যবসায়ীরা খোঁজাখুঁজি শুরু করলে ওই এলাকার বাসিন্দা অমিত পাল নামে এক যুবককে আজ সকালে আটক করে এবং সে নিজের মুখে স্বীকার করে যে সেই চুরি কান্ড সংগঠিত করেছে।সেই ফ্যানটি অমিত ৩০০ টাকার বিনিময়ে কৈলাসহর বাঁধের পার এলাকায় একটি বাড়িতে বিক্রি করে দেয়।পাশাপাশি পানিচৌকি বাজার এলাকায় বিভিন্ন দোকানেও সে অনেক চুরি কাণ্ড সংঘটিত করেছে বলে সে জানায়। পরবর্তী সময় স্থানীয়রা তাকে খুঁটির সাথে বেধে রাখে এবং রাম ধোলাই দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দেওয়া হয়।

You may also like

Leave a Comment