107
প্রতিনিধি, বিশালগড়, ১৪ এপ্রিল।। ইসলাম ধর্মালম্বীদের রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করে বিশালগড়ের রাউৎখলা যুব সংস্থা। শুক্রবার সন্ধ্যা রাতে উত্তর রাউৎখলা মসজিদে আয়োজিত ইফতারে স্থানীয় রোজাদার মুসলমানরা উপস্থিত ছিলেন। রাউৎখলা যুব সংস্থার সভাপতি অনুপ সাহা, সম্পাদক সৈকত সাহা সহ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদক সৈকত সাহা জানান প্রতিবছর রাউৎখলা যুব সংস্থার উদ্যোগে রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়। এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকে সবাই। এবছরেও তার ব্যাতিক্রম হয়নি। এখানে হিন্দু মুসলমান সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে। উভয় সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান হয় শান্তিপূর্ণ ভাবে। ইফতারে অংশ নিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।