তেলিয়ামুড়া প্রতিনিধি —
অন্যান্য বছরের ন্যায় এবারও তেলিয়ামুড়া চাকমা ঘাট স্থিত ব্যারেজ প্রাঙ্গণে মকর সংক্রান্তি উপলক্ষে ২৪ তম পৌষ মেলা অনুষ্ঠিত হলো মহা সারম্বে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অতুল দেববর্মা এবং মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুড়া ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস,খোয়াই জিলা পরিষদের সহ সভাধিপতি হরিশঙ্কর পাল, পঞ্চায়েতে সমিতির চেয়ারম্যান যমুনা দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
গত ১৯৯৮ সাল থেকে তৎকালীন এম.ডি.সি হরিমোহন দেববর্মার হাত ধরে চাকমা ঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে প্রথম পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছিল জাতি উপজাতির মৈত্রী’কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে।
এবার নিয়ে ২৪ তম পৌষ মেলা অনুষ্ঠিত হলো চাকমা ঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে। মেলার উদ্ভোধক তথা বিধায়ক অতুল দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন,,, এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে আসে পূনার্থী’রা বিশেষ করে খোয়াই জেলা , ধলাই জেলা,কৈলাশহর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ জন এসে জড়ো হয়েছে তাদের পূর্বপুরুষদের আত্মার চিরশান্তি কামনার্থে তিল জল দানে।
অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন,,, মানুষ জন চাকমা ঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে আসে পূর্ণ অর্জন করার জন্য। তবে মেলায় যাতে কোন অসামাজিক কার্যকলাপ সহ নেশা সামগ্রী বাড়বাড়ন্ত না থাকে তার আরক্ষা প্রশাসন’কে সতর্ক করে দেন।
প্রসংগত উল্লেখ্য একে একে ২৪ তম পৌষ মেলা পালিত হচ্ছে। তবে এবছরই প্রথম হল যা আগে হয় নি। প্রত্যেক বছর মহকুমার সাংবাদিকদের মেলার আমন্ত্রন জানানো হলেও এবছর সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর প্রয়োজন বোধ করেনি ২৪ তম পৌষ মেলা আয়োজক কমিটি। যদিও উপস্থিত অতিথি গন সে বিষয়ে অবগত রয়েছেন কিনা তা জানাযায়নি। অবশ্য জাতি উপজাতির মিলন মেলা ঐতিহ্যবাহী এই পৌষ মেলার খবর সংগ্রহ করার ক্ষেত্রে সাংবাদিকরা আমন্ত্রণএর অপেক্ষা করেনি। কারন দ্বায়বদ্ধতার কাছে অভিমানের কোন স্থান দেয়না সাংবাদিকরা।
মকর সংক্রান্তি উপলক্ষে ২৪ তম পৌষ মেলা অনুষ্ঠিত হলো মহা সারম্বে
126