Home » ধর্মনগরে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার আগরতলার এক মহিলা।।

ধর্মনগরে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার আগরতলার এক মহিলা।।

by admin

ধর্মনগর প্রতিনিধি : আজ ধর্মনগর থানার টিম গোপন সূত্রের ভিত্তিতে। ধর্মনগর রেল স্টেশন রোড এলাকা থেকে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এক মহিলাকে আটক করা হয়। এই ধৃত মহিলার নাম, শুক্লা দেবনাথ, (পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তারা একসাথে থাকেন না) পিতা দ্বিজেন্দ্র দেবনাথ বয়স ৩৭ বছর,বাড়ি কমলাসাগর দেবিপুরে। তবে বর্তমানে তিনি আগরতলার চন্দ্রপুর এলাকায় বসবাস করছিলেন। পুলিশে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে, ধর্মনগরের রাজবাড়ী এলাকায় এই মহিলাকে আজকে সকালে ঘোরাফেরা করতে দেখা যায়।তারপরই পুলিশের সন্দেহ জাগে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর তল্লাশি চালাতেই শুক্লা দেবনাথের কাছ১০ টি প্যাকেট থেকে মোট ১৯৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ । যার বাজার মূল্য আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে। আটক করার সময় আইন অনুসারে ডি সি এম, ফরেনসিক টিমও উপস্থিত ছিলেন। আজকে এই নেশা বিরোধী অভিযানে গোয়েন্দা দপ্তরের সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর থানার ওসি এবং উনার টিম । এই আটককৃত মহিলাকে ধর্মনগর থানার গ্রেফতার করে ঘটনার পরই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা শিকার করেছে সে আজকেই আগরতলা থেকে ধর্মনগরে এসেছে।আরো জানা যায় এই মহিলা এক জায়গা থেকে অন্য জায়গায় নেশা দ্রব্য পাচার করে রাজ্য এবং বহিরাজ্যে। বর্তমানে পুলিশ পুরো ঘটনার পেছনে আর কে কে জড়িত রয়েছে সেই ব্যাপারে তদন্ত চালাচ্ছে। এখন তদন্তের মাধ্যমেই উঠে আসবে আসল তথ্য বলেই আশা।

You may also like

Leave a Comment