প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর রেল স্টেশন থেকে কখনো বহি:রাজ্যে আবার কখনো রাজ্যে প্রবেশ করছে গাঁজা ভর্তি প্যাকেট । কারা পাচার করছে এই ধরনের গাঁজা ভর্তি প্যাকেট গুলি ? তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে প্রতিনিয়ত । বুধবার রাতে আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর স্টেশনে আসে যাত্রী নিয়ে । তখন বিএসএফ এবং স্থানীয় পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তল্লাশি চালায় । তল্লাশি চালানোর সময় তাদের নজরে পড়ে তিনটি গাঁজা ভর্তি প্যাকেট । এই ঘটনা চোখে পড়তেই সাথে সাথে তিনটি প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করে বিএসএফ এবং পুলিশ । পরে গাঁজা ভর্তি প্যাকেটগুলিকে রাধা কিশোর পুর থানায় নিয়ে আসা হয় । থানার সেকেন্ড ওসি সমর দাস জানায় , রেলের বগি থেকে এই প্যাকেট গুলি উদ্ধার হয়েছে কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি । যেভাবে উদয়পুর রেল স্টেশন দিয়ে গাঁজা পারাপার হচ্ছে তাতে করে গাঁজা মাফিয়ারা যোগাযোগের এক বড় মাধ্যম পাওয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করে চলেছে বিভিন্ন ছোট বড় গাঁজা ব্যবসায়ীরা। রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছিল সেই স্লোগানকে সামনে রেখেই পুলিশ ও বিএসএফ অভিযান চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে উদয়পুর রেলস্টেশনে গাঁজা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি।
151
previous post