Home » জুয়ার আসরে হানা দিল রাধাকিশোরপুর থানা , বাজেয়াপ্ত জুয়া সামগ্রী

জুয়ার আসরে হানা দিল রাধাকিশোরপুর থানা , বাজেয়াপ্ত জুয়া সামগ্রী

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

উদয়পুরে শিব চতুর্দশী মেলা কে কেন্দ্র করে জুয়ার আসর বসায় সমাজ দ্রোহীরা । এর ফলে প্রতিদিন সর্বসান্ত হচ্ছে মেলায় আসা বহু যুবক । মঙ্গলবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ উদয়পুর শিববাড়ি মেলা প্রাঙ্গনে কেন্দ্রীয় বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেল এবং রাধা কিশোরপুর থানা যৌথ অভিযান চালিয়ে জুয়া সামগ্রী আটক করতে সক্ষম হয়। সাথে উদ্ধার হয় বেশ কয়েক হাজার টাকা । কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা নিজেদেরকে বাঁচানোর জন্য মহাদেব দীঘির জলে গভীর রাতে ঝাঁপ দেয়। জানা যায় অনেকে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মেলা প্রাঙ্গণে বিভিন্ন ছোট জায়গা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও জুয়া সামগ্রী গুলি উদ্ধার করতে সক্ষম হওয়াতে সমাজের বুদ্ধিজীবী মহল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে কাকরা বন থানার পুলিশ শালগড়া এলাকা থেকে এই ধরনের জুয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছিল । এবার রাধা কিশোরপুর থানার পুলিশ এই জুয়া সামগ্রী বাজেয়াপ্ত করার ফলে সমাজদ্রোহীদের মধ্যে কম্পন শুরু।

You may also like

Leave a Comment