Home » খোয়াইয়ে দিবালুকে প্রকাশ্যে বাইক চুরি।সিসিটিভিতে দৃশ্যমান চোর।

খোয়াইয়ে দিবালুকে প্রকাশ্যে বাইক চুরি।সিসিটিভিতে দৃশ্যমান চোর।

by admin

সন্ধ্যা আনুমানিক ছয় ঘটিকায় খোয়াই মাস্টার পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে বন্ধন ব্যাংকে কর্মরত ম্যানেজারের একটি পালসার বাইক যার নম্বর AS-10E7550 সেই বাইকটি চুরি হয়ে যায়। খবরে প্রকাশ ধর্মনগর মহকুমার বাসিন্দা দীপক দেব পেশায় খোয়াই মাস্টার পাড়া স্থিত বন্ধন ব্যাংকের ম্যানেজার । উনি দুপুর 12 টা নাগাদ বাইকটি অফিসের একটি গেরেজের মধ্যে রাখেন পরবর্তী সময়ে উনি উনার কাজে চলে গেলে সন্ধ্যা ছয়টা নাগাদ ফিরে এসে দেখতে পান উনার বাইকটি নেই । পরবর্তী সময়ে অফিসের লাগানো সিসি ক্যামেরা দেখে বুঝতে পারেন তার বাইকটি দুপুর 2.19 মিনিট নাগাদ চুরি হয়ে গেছে। এবং সেই চুরি কান্ডের দৃশ্য আংশিক সিসিটিভিতে দৃশ্যমান হয়। পরবর্তী সময়ে রাতের বেলা খোয়াই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে খোয়াই শহরে দিনের বেলা এরকম প্রকাশ্যে বাইক চুরির ঘটনা একপ্রকার বিরল বললেই চলে। এসপি কার্যালয়, এসডিপিও কার্যালয় এবং মহিলা পুলিশ থানা থেকে ঢিলছড়া দূরত্বে বাইক চুরির ঘটনা নিয়ে জনমনে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত খোয়াই শহরে যেভাবে নেশার সাম্রাজ্যের বিস্তার ঘটছে এবং সাম্প্রতিক কালে অন্ধকারে শহরে যে হারে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সকল নেশাখোর এবং নেশা কারবারীরা জড়িত। নেশার অর্থ যোগান দিতেই এই ধরনের চোরের ঘটনা প্রতিদিন সংঘটিত হচ্ছে বলে খোয়াই বাসীর অভিযোগ।

You may also like

Leave a Comment