প্রতিনিধি কৈলাসহর:-তদানিন্তন সময়ে কৈলাশহর নগর পঞ্চায়েতের উদ্যোগে কৈলাশহর থানা সংলগ্ন কবি সুকান্তের একটি মর্মর মূর্তি নির্মিত হয়েছিল।১৯৯৬ সনে নির্মাণ হলেও তারপর থেকে কোন ধরনের সংস্কার নেই।কৈলাশহর থানার একেবারে সামনেই থাকা এই স্ট্যাচু যেখানে আলোকসজ্জায় সজ্জিত হয়ে গৌরব বৃদ্ধি করার কথা কিন্তু তার উল্টোটাই এখানে হচ্ছে। স্ট্যাচুর নিচের স্ট্রাকচার পুরোপুরি ভেঙ্গে বিকৃত হয়ে আছে।ইতিমধ্যেই কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তির এই স্ট্যাচু মেরামতের দাবি তুলেছেন শহরের বুদ্ধিজীবীরা।সেই দির্ঘ কয়েক বৎসর অতিবাহিত হলেও কবি সূকান্তের মর্মর মূর্তির ষ্টেছু কোনো ধরনের মেরামত করা হয় নি।বর্তমানে কবি সূকান্তের মর্মর মূর্তির ষ্টেছুর অবস্থা একেবারেই বেহাল।স্টেচুর চারপাশে দেয়াল ভেঙ্গে কবি সুকান্তের মর্মর মূর্তি যেকোনো সময়ে উগলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।কৈলাশহরের জনগন বতর্মান কৈলাশহর পুর-পরিষদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অবিলম্বে কবি সুকান্তের মর্মর মূর্তির ভেঙ্গে যাওয়া দেয়াল মেরামত করার জন্য।
91