Home » কোনাবনের জোড়া শতক

কোনাবনের জোড়া শতক

by admin

ক্রীড়া প্রতিনিধি, বিশালগড় , ১৩ জানুয়ারি।। বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনুর্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্টে কোনাবন প্লে সেন্টারের ওপেনিং জুটির ঝড়ো ব্যাটিং সকলের প্রশংসা কুড়িয়েছেন। শুক্রবারের ম্যাচে ২২৯ রানে প্রতিপক্ষ বিশালগড় প্লে সেন্টারকে হারিয়ে দেয় কোনাবন প্লে সেন্টার। বিশালগড় জাঙ্গালিয়ায় ক্রিকেট এসোসিয়েশনের মাঠে হয় ম্যাচ। প্রথমে টসে জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় বিশালগড়। ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ওপেনিং জুটির জোড়া শতকের সুবাদে ২৬৪ রান করে কোনাবন প্লে সেন্টার। এরমধ্যে শুভজিৎ দাস করেন ১২৬ রান। দীপ শীল করেন ১০৭ রান। জবাবে খেলতে নেমে বিশালগড় প্লে সেন্টার মাত্র ১৯.১ ওভারে সবগুলি উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান সংগ্রহ করে।

You may also like

Leave a Comment